বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:২১ অপরাহ্ন [gtranslate]
সংবাদ শিরোনাম :
বেনাপোল ৯৬ কেজি গাঁজা-সহ ১ মাদক ব্যবসায়ী আটক  শার্শায় কাশিপুরে বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন। ঝিকরগাছায় বিএনপি নেতা হাজী মিজানের পিতার মৃত্যু বেনাপোল পুলিশের অভিযানে  ১ কেজি গাঁজা ১টি ভ্যান সহ  এক মাদক ব্যাবসায়ী আটক। বিদেশ প্রবাসি মুকুলের লাশ শার্শার নিজ গ্রাম কায়বায় পৌছালো। ভুয়া পরিচয়, ভুয়া সনদ আর ব্ল্যাকমেইল’ শেখ তিতুমিরের প্রতারণার সাম্রাজ্য” অভয়নগরে কলেজের জমি দখলকে কেন্দ্র করে কৃষকে মারপিট শংকরপুরে ১,২,৩,৭,৮, ও ৯ য়ার্ড  বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা অনুষ্ঠিত। যশোরের চিহ্নিত সন্ত্রাসী  ২৩ মামলার আসামি ভাইপো রাকিব আটক ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু সাজাভোগ শেষে দেশে ফিরল।
নোটিশ : স্যতোর সন্ধানে প্রতিদিন ’ এই স্লোগানকে বুকে ধারণ করে ' স্বাধীন ২৪ টিভি ও স্বাধীন ২৪ অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন আহবান করা হচ্ছে। স্বাধীন ২৪ টিভি ও অনলাইন’ পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের বেশ কিছু জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন।
সংবাদকর্মী আবশ্যক সংবাদকর্মী আবশ্যক - স্যতোর সন্ধানে প্রতিদিন ’ এই স্লোগানকে বুকে ধারণ করে ' স্বাধীন ২৪ টিভি ও স্বাধীন ২৪ অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন আহবান করা হচ্ছে। স্বাধীন ২৪ টিভি ও অনলাইন’ পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের বেশ কিছু জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগ নাম্বার whatsap নাম্বার ০১৯৯৩২৪৭২০৭। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী, মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন আহবান করছি। ‘স্বাধীন ২৪ টিভি ও অনলাইন’ পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের বেশ কিছু জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আবেদন করার ৩০ দিনের মধ্যে নিয়োগ যাচাই/বাছাই ও সিভি পর্যালোচনা করে আপনার মোবাইল বা ই-মেইলের মাধ্যমে ‘দেশের কলম’ এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে। যোগ্যতাসমূহ : ১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বয়স ২২ থেকে ৪৫ ২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে ৩ সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে ৪. মিশুক মনের অধিকারী হতে হবে ৫. চালাক ও সাহসী হতে হবে ৬. নেশা ও মাদক মুক্ত হতে হবে শর্তসমূহ : ১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ২. অফিসের নির্দেশে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে ৩. কপি নিউজ করা যাবে না ৪. বাসি নিউজ করা যাবে না ৫. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে ৬. মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে ৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে ৮. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে ৯. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না। ১০. প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট থাকতে হবে। ১১. কর্তৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার ১(এক) মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যবেক্ষণ করবে। ১২. ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের ‘অপরাধ জগত’ (www.https://www.shadhin24tv.com) এর আইডি কার্ড প্রদান করা হবে। সুযোগ সুবিধা : ১. সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে। ২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে। ৫. বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে
ঝিকরগাছায় বিএনপি নেতা হাজী মিজানের পিতার মৃত্যু
/ ২৩ বার পঠিত
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

আঃজলিল,স্টাফ রিপোর্টার:

যশোরের ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের পিতা সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ (৯০) রবিবার (২৩মার্চ) রাত সাড়ে ৯টায় নিজবাড়িতে করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৬পুত্র, ৪কণ্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বিকাল ৩টায় বৃষ্ণপুর চাতালমোড়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। জানাজা পরিচালনা করেন, মরহুমের পৌহিত্র (পোতাছেলে) রেজোয়ান আক্তার শাওন।

জানাজাপূর্ব মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে আলহাজ্ব মিজানুর রহমান, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, বাঁকড়া মাদ্রাাসার মুহাতামিম মাওলানা তাওহিদুর রশিদ, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল খালেক, মাওলানা সিরাজুল ইসলাম, মরহুমের ছোট জামাতা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, হাফেজ  মাহাবুর রহমান, ছোটভাই মোজাম্মেল হক, ভাগ্নে হুমায়ুন কবির, দৌহিত্র (পোতাছেলে) আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, ঝিকরগাছা পৌর বিএনপির সভপতি রুহুল আমীন সুজন, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএসএম আলী আকবার, সাধারন সম্পাদক জামির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, বিএনপি নেতা শাহিন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম তোতা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যশোর, ঝিকরগাছা ও বাঁকড়ার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

প্রেরক,

আঃজলিল

স্টাফ রিপোর্টার

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
error: Content is protected !!