

আঃজলিল,স্টাফ রিপোর্টার:
যশোরের বেনাপোল পোট থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা ও ১টি মোটর চালিত ভ্যান সহ জিল্লুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সোমবার রাতে দূর্গাপুর এলাকা থেকে তাকে আটক করা।
ডিউটি অফিসার এসআই প্রলয় কুমার কুণ্ডু জানান, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিওিতে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া,এসআই বিনয় কুমার হালদার, এএসআই আইয়ুব আলী সঙ্গীয় ফোস সহ বেনাপোল পোট থানাধীন বেনাপোল পৌরসভার দূগাপুর রোড এলাকায় অভিযান পরিচালনা করে ২৪/০৩/২৫ থ্রিঃ রাত ০০.৪০ ঘটিকায় ১ এক কেজি গাজা,গাজা পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর চালিত ভ্যান সহ মাদক ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান(৪০),পিতা আব্দুর রাজ্জাক, মাতা -মোমেনা বেগম,সাং- দুর্গাপুর, বেনাপোল পোর্ট থানা, যশোর কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোট থানায় মামলা হয়েছে নং ১৭ তাং ২৪/০৩/২৫ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯( ক)/ ৪১/৩৮ রুজু করা হয়েছে।
মাদক ও মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়ে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান ও মাদক ব্যবসায়ীদের আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।