

আঃজলিল,স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের পিতা সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ (৯০) রবিবার (২৩মার্চ) রাত সাড়ে ৯টায় নিজবাড়িতে করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৬পুত্র, ৪কণ্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকাল ৩টায় বৃষ্ণপুর চাতালমোড়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। জানাজা পরিচালনা করেন, মরহুমের পৌহিত্র (পোতাছেলে) রেজোয়ান আক্তার শাওন।
জানাজাপূর্ব মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে আলহাজ্ব মিজানুর রহমান, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, বাঁকড়া মাদ্রাাসার মুহাতামিম মাওলানা তাওহিদুর রশিদ, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল খালেক, মাওলানা সিরাজুল ইসলাম, মরহুমের ছোট জামাতা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, হাফেজ মাহাবুর রহমান, ছোটভাই মোজাম্মেল হক, ভাগ্নে হুমায়ুন কবির, দৌহিত্র (পোতাছেলে) আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, ঝিকরগাছা পৌর বিএনপির সভপতি রুহুল আমীন সুজন, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএসএম আলী আকবার, সাধারন সম্পাদক জামির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, বিএনপি নেতা শাহিন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম তোতা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যশোর, ঝিকরগাছা ও বাঁকড়ার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার