আঃজলিল,স্টাফ রিপোর্টার:
মৃত্যুর ১৪ দিন পর ইউরোপের দেশ গ্রিসের এথেন্স শহর থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের প্রবাসী তরিকুল ইসলাম মুকুলের (৫০) মরদেহ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (২১ মার্চ) রাত ১০ টার সময় ইউরোপে দেশ গ্রিস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১১ টার সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ভোর ৫ টার দিকে মরদেহ নিয়ে আসা হয় মৃত মুকুলের গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির।
শনিবার (২২ মার্চ) সকাল ৮ টা ৩০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত তরিকুল ইসলাম মুকুল গাজী পাড়ের কায়বা গ্রামের মৃত দ্বীন আলী গাজীর ছেলে। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
মৃত মুকুলের স্ত্রী মাহামুদা খাতুন জানান, তার স্বামী পরিবারের মানুষদের সুখে রাখতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন ২০০৪ সালে। তিনি গত ২২ বছর ধরে প্রবাসে ছিলেন। মাঝে মাঝে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে যেতেন। এ বছরের মাঝামাঝি ছুটিতে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার পাড়ি জমানোর কথা ছিলো গ্রিসে। কিন্তু গত ৮ মার্চ সে প্রবাসে স্টোক জনিত কারনে মৃত্যুবরণ করেন।
প্রবাসী মুকুলের এমন অকাল মৃত্যুতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
সম্পাদনা ও প্রকাশক
রায়হান হোসেন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্প
যোগাযোগ : 01993287209
Copyright © 2025 স্বাধীন ২৪ টিভি. All rights reserved.