যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ জন৷ নিহত ৩ জনের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন৷
বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ দৃর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।
এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।
দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক গাড়ি সহ পালিয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান৷ #
সম্পাদনা ও প্রকাশক
রায়হান হোসেন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্প
যোগাযোগ : 01993287209
Copyright © 2025 স্বাধীন ২৪ টিভি. All rights reserved.