বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন [gtranslate]
নোটিশ : স্যতোর সন্ধানে প্রতিদিন ’ এই স্লোগানকে বুকে ধারণ করে ' স্বাধীন ২৪ টিভি ও স্বাধীন ২৪ অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন আহবান করা হচ্ছে। স্বাধীন ২৪ টিভি ও অনলাইন’ পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের বেশ কিছু জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন।
সংবাদকর্মী আবশ্যক সংবাদকর্মী আবশ্যক - স্যতোর সন্ধানে প্রতিদিন ’ এই স্লোগানকে বুকে ধারণ করে ' স্বাধীন ২৪ টিভি ও স্বাধীন ২৪ অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন আহবান করা হচ্ছে। স্বাধীন ২৪ টিভি ও অনলাইন’ পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের বেশ কিছু জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগ নাম্বার whatsap নাম্বার ০১৯৯৩২৪৭২০৭। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী, মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন আহবান করছি। ‘স্বাধীন ২৪ টিভি ও অনলাইন’ পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের বেশ কিছু জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আবেদন করার ৩০ দিনের মধ্যে নিয়োগ যাচাই/বাছাই ও সিভি পর্যালোচনা করে আপনার মোবাইল বা ই-মেইলের মাধ্যমে ‘দেশের কলম’ এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে। যোগ্যতাসমূহ : ১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বয়স ২২ থেকে ৪৫ ২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে ৩ সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে ৪. মিশুক মনের অধিকারী হতে হবে ৫. চালাক ও সাহসী হতে হবে ৬. নেশা ও মাদক মুক্ত হতে হবে শর্তসমূহ : ১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ২. অফিসের নির্দেশে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে ৩. কপি নিউজ করা যাবে না ৪. বাসি নিউজ করা যাবে না ৫. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে ৬. মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে ৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে ৮. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে ৯. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না। ১০. প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট থাকতে হবে। ১১. কর্তৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার ১(এক) মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যবেক্ষণ করবে। ১২. ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের ‘অপরাধ জগত’ (www.https://www.shadhin24tv.com) এর আইডি কার্ড প্রদান করা হবে। সুযোগ সুবিধা : ১. সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে। ২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে। ৫. বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে
শার্শায় গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।পরিবারের দাবি হত্যা
/ ৩ বার পঠিত
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ

আঃজলিল,স্টাফ রিপোর্টার:

যশোরের শার্শায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে পরিবার দাবি করেছে তাকে হত্যা করা হয়েছে। উপজেলার জামতলা টেংরা গ্রামে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

মৃত হাজেরা খাতুন (১৭) ওই গ্রামের আকাশ হোসেনের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলার দেওলী গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

তথ্যনুসন্ধানে জানা গেছে, এক বছর আগে ঝিকরগাছার দেওলী গ্রামের হাজেরা খাতুনকে ভালোবেসে বিয়ে করেন শার্শা উপজেলার টেংরা বাজার পাঁড়া গ্রামের আকাশ হোসেন। প্রথম দিকে তাদের সংসার জীবন ভালো চললেও পরে আকাশ ও হাজেরার কলহ লেগেই থাকতো। ঘটনারদিন তাদের দুজনের মধ্যে মনমালিন্য হয়। পরে স্বামী আকাশ বাজারে গেলে স্ত্রী হাজেরা ঘরের জানালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। আকাশ ঘরে ফিরে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধূর বাবা মেহেদী জানান, তার মেয়ের সঙ্গে তার স্বামী ও দাদী শাশুড়ি রাহিমা সব সময় খারাপ ব্যবহার করত। তারাই হাজেরাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে হাসপাতালে নিয়ে যায়। তাদের মেয়ে অসুস্থ বলে খবর পাঠানো হয়। পরে তারা গিয়ে মেয়েকে মৃত অস্থায় দেখতে পান। তিনি অভিযোগ করে বলেন তার মেয়ে আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে।

শার্শা থানার ওসি একেএম রবিউল ইসলাম জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
error: Content is protected !!