বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন [gtranslate]
নোটিশ : স্যতোর সন্ধানে প্রতিদিন ’ এই স্লোগানকে বুকে ধারণ করে ' স্বাধীন ২৪ টিভি ও স্বাধীন ২৪ অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন আহবান করা হচ্ছে। স্বাধীন ২৪ টিভি ও অনলাইন’ পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের বেশ কিছু জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন।
সংবাদকর্মী আবশ্যক সংবাদকর্মী আবশ্যক - স্যতোর সন্ধানে প্রতিদিন ’ এই স্লোগানকে বুকে ধারণ করে ' স্বাধীন ২৪ টিভি ও স্বাধীন ২৪ অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন আহবান করা হচ্ছে। স্বাধীন ২৪ টিভি ও অনলাইন’ পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের বেশ কিছু জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগ নাম্বার whatsap নাম্বার ০১৯৯৩২৪৭২০৭। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী, মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন আহবান করছি। ‘স্বাধীন ২৪ টিভি ও অনলাইন’ পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের বেশ কিছু জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আবেদন করার ৩০ দিনের মধ্যে নিয়োগ যাচাই/বাছাই ও সিভি পর্যালোচনা করে আপনার মোবাইল বা ই-মেইলের মাধ্যমে ‘দেশের কলম’ এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে। যোগ্যতাসমূহ : ১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বয়স ২২ থেকে ৪৫ ২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে ৩ সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে ৪. মিশুক মনের অধিকারী হতে হবে ৫. চালাক ও সাহসী হতে হবে ৬. নেশা ও মাদক মুক্ত হতে হবে শর্তসমূহ : ১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ২. অফিসের নির্দেশে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে ৩. কপি নিউজ করা যাবে না ৪. বাসি নিউজ করা যাবে না ৫. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে ৬. মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে ৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে ৮. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে ৯. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না। ১০. প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট থাকতে হবে। ১১. কর্তৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার ১(এক) মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যবেক্ষণ করবে। ১২. ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের ‘অপরাধ জগত’ (www.https://www.shadhin24tv.com) এর আইডি কার্ড প্রদান করা হবে। সুযোগ সুবিধা : ১. সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে। ২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে। ৫. বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে
বাগআচড়া ৪নং ওয়ার্ড  বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা অনুষ্ঠিত
/ ৬৭ বার পঠিত
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ

আঃজলিল,স্টাফ রিপোর্টার:—

যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআচড়া ইউনিয়ন বিএনপি শাখার ৪নং ওয়ার্ড বিএনপি বামুনিয়া সোনাতন কাটি আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত।

ইং ১৭/৩/২৫ তাং সোমবার বিকাল ৩ ঘটিকার সময় বামুনিয়া সোনাতন কাটি হাইস্কুলপ্রাঙ্গনে ইউঃ যুবদলে নেতা ইসমাইল হোসেন ও আবুল বাশারের সঞ্চালনায় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্তে মাওঃ আবু সাইদের দোয়া পরিচালনার মধ্যে দিয়ে ইফতার মাহফিল ও দোয়া আলোচনা সভা আনুষ্ঠানিকতার মধ্যে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ছাত্র নেতা বিশিষ্ঠ সাংবাদিক আহমদ আলি শাহিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,যুববিষয়ক সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাস,সমাজসেবা বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান,বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী,ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি অলিয়ার রহমান, সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
error: Content is protected !!