আবু সাঈদ জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা ১০ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। বিদেশে পালানোর সময় রবিবার (১৬ মার্চ) রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তার বিরুদ্ধে নাশকতা-চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তার কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদনা ও প্রকাশক
রায়হান হোসেন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্প
যোগাযোগ : 01993287209
Copyright © 2025 স্বাধীন ২৪ টিভি. All rights reserved.